এক দেশে ছিলেন এক রাজা
তাঁর রাজ্যে থাকতো সুখে সকল প্রজা ,
ধনী-দরিদ্র সবার জন্যই ছিল সম বিচার
আদর্শ রাজা করতেন সর্বদা সুবিচার ।
তাঁর রাজ্যে কখনও বিচারের বাণী নীরবে ফেলেনি নয়নবারি
আত্মীয়-পর সকলেই তাঁর কাছে সমান দামি...
কৃষি , শিল্প , বাণিজ্য , কলা , বিজ্ঞান , সঙ্গীত
সবেতেই তিনি ছিলেন মহান পৃষ্ঠপোষক
তাই তাঁর রাজ্যে এত শিল্পী , বিজ্ঞানী , গবেষক ।
দয়ালু রাজার দেশে ছিল না কেউ দুঃখী
তবু সেই রাজা নিজে ছিলেন না সুখী !
নাম , যশ , খ্যাতি কিছুরই অভাব ছিলোনা তাঁর
শুধু একটাই দুঃখ – সন্তানের জন্য হাহাকার !
“ মোর নিজ হাতে গড়া এই বিশাল সাম্রাজ্যের ভার
  দিয়ে যাবো কার হাতে , কে নেবে রাজদণ্ড মোর ?
  রচেছি আ রাজপাট অনেক আশায় , ভালবাসায়
  একদিন ছেড়ে চলে যেতে হবে , নিতে হবে বিদায় !
  দিয়ে যাবো কার হাতে মোর রাজদণ্ডখানি ?
  কে বহিবে আমি-হীন প্রভাতে মোর পতাকাখানি ?
  কে লহিবে মোর অসমাপ্ত কার্য্যের ভার ?
  কার মাঝে রহিব বেঁচে চিরবিদায় নেবার পর ? ”