কুয়াশা ভরা শীতের সকাল
মন যখন খোঁজে একটু উষ্ণতা
ঠিক তখনই স্মৃতি জানায় তোমার কথা
তুমি ছিলে আমার শুকতারা, চন্দ্রিমা, সূর্য্যোদয়
আজ তুমি বিনা আমি একা, হায় -
তুমি আর ভরাবেনা আমার ভুবন
হয়েছো তুমি আজ অন্য মনন
অতীত 'আমি'কে দিয়েছো বিসর্জন
নতুন 'বর্তমান'কে করেছো আবাহন
কুয়াশার আচ্ছাদনে যদি ঢাকা পড়ে তোমার স্মৃতি
তাতে এখন আর আমার কি নতুন ক্ষতি ?