ছোট্ট কুসুমকলি আমি
ছোট্ট ছোট্ট আশা , ছোট্ট ছোট্ট স্বপ্ন
দিয়ে সাজিয়েছি নিজেকে ,
প্রস্তুত করেছি প্রস্ফুটিত হতে
স্বমহিমায় , দীপ্ত যৌবন নিয়ে
রাজহংসীর মতো দৃপ্ত গ্রীবা উন্নত করে
উজ্জ্বল সূর্য্যের পানে তাকিয়ে
হাসবো আমি 'সূর্য্যমুখী' !
বিশ্বপারাবার অবাক বিস্ময়ে
তাকিয়ে দেখবে সূর্য্য আর
সূর্য্যমুখীর এই অপার্থিব শুভদৃষ্টি !
সহসা কোথায় হারালো সেই সোনালী আলো ?
রহস্যময়ী ছায়া ঘনালো চারিপাশে ,
চমকে তাকিয়ে দেখি
অনাহুত জলভরা কালো মেঘ
আড়াল করলো প্রাণের প্রতীক সূর্য্যকে...
যখন আমি প্রস্ফুটিত হতে চলেছি
সুর্য্যের কিরণ মেখে নিজেকে পরিপূর্ণ
করবো বলে, ঠিক তখনই
হারালো সূর্য্য , এলো বরিষণ
হারালাম আমিও , হারালো আমার যৌবন !!