বরঅঅঅঅঅফ... চাই বরঅঅঅঅঅফ .........
ফেরিওয়ালার ডাক নিস্তব্দ চৈত্রের দুপুরকে করে খান খান
কুলফি মালাআআআআই ...  চাই মালাই কুলফিইইই...
রোদজ্বলা বৈশাখের দুপুর শুনশান ...
আইসক্রিমমমম্‌ ... চাই আইসক্রিম ...
জ্যৈষ্ঠের প্রখর তাপপ্রবাহের একটু অবসান !!


বহু দিনের ওপার থেকে ফেরিওয়ালার এই ডাক অবিরাম
তপ্ত দিনে দিয়েছে একটু আরাম ;
গরমে হাঁসফাঁস আমাদের প্রাণ
বরফ , কুলফি , আইসক্রিম দিয়েছে জুড়ান !


ঘর থেকে শুধু দুই পা বেড়িয়ে
খাই রকমারি আইসক্রিম তারিয়ে তারিয়ে ,
কখনও কি ভেবেছি আইসক্রিম-ওয়ালার কথা ?
অগ্নিগর্ভ সূর্য্যকে মাথায় নিয়ে প্রচণ্ড তাপে
অবিরাম পেরিয়ে চলেছে পিচগলা রাস্তা !!
সঙ্গে তার আইসক্রিমের ভাণ্ডার অফুরন্ত
তবু সে থেকে যায় তৃষ্ণার্ত , পিপাসার্ত !!
সেখান থেকে নিজের তৃষ্ণা মেটাবার সামর্থ তার নেই
কারণ তার পরিবারের অন্ন জোগানোর পুঁজি যে সেটাই !!
তাই আমাদের তৃষ্ণা মেটালেও সে নিজে থাকে তৃষ্ণার্ত
ওটাই যে যুগ যুগ ধরে তার ভবিতব্য !!