ভেবেছিলাম , রোদ্দুর হবো ;
আমার প্রথম চুম্বনে
কুসুমকলি তার শতদল বিকশিত
করবে , রাত জাগা শিশির
দূর্বাঘাসের আগায় হীরককুচি
হয়ে জ্বলবে । কিম্বা হতে পারতাম
বৃষ্টি , প্রখর গ্রীষ্মের দাবদহে
তপ্ত , তৃষ্ণার্ত ভূমি আমার
প্রথম চুম্বনে হতো রসসিক্ত , তৃপ্ত ;
প্রথম কদম ফুল আমার
প্রেমস্পর্শে শিহরিত হয়ে তার
মাতাল করা গন্ধে আমোদিত
করে তুলতো দিগবিদিক...।


না, আমি রোদ্দুর হতে পারিনি ,
পারিনি বৃষ্টি হতেও , হয়েছি
নারী ! আমার প্রেমের স্পর্শে
সুখী গৃহকোণের সুখের প্রদীপ
জ্বলে ; আমার স্নেহচুম্বনে শিশু
তার আশ্রয় খুঁজে পায় ; আমার
প্রেমচুম্বনে পুরুষ শান্তির নীড় বাঁধার
আশ্বাস পায় ; পৃথিবীর যত সুখ , শান্তি ,
স্বস্তি আমার আঁচলে বাঁধা ; আমার
হাতের স্পর্শে গৃহ হয়ে ওঠে দেবালয় ...