হৈ-চৈ করে কেটে গেলো গরমের ছুটি,
আম,জাম, কাঁঠাল আর হুটোপুটি;
দেখতে দেখতে কেমনে কেটে গেলো ৩০ টা দিন
আর তো নয় বেশীদিন
মিলবো এবার পরীক্ষা তোমার সনে
ধুকপুক হৃদয়ে আর দুরুদুরু মনে।
না না, যা ভাবছ তোমরা, তা মোটেই নয়
পরীক্ষা তো আজকাল বাচ্ছাদের নয় !
বলছি আমার ছোট ছেলের কথা...
বয়স মাত্র ছয়
নেইকো মনে বিন্দুমাত্র ভয় !
পরীক্ষা নিয়ে নেইকো ওর মোটেই মাথাব্যাথা
আমার মাথায় তাই শুধুই চিন্তা !
কাল সকালে বাংলা , সন্ধ্যায় english,
আজ হিন্দী পড়াতে গিয়ে হয়ে গেলো hinglish !!
পড়াতে বসে একটু বকলেই জুড়ে দেয় "ভ্যা......"
সবাই তখন বলে ওঠে, "ছেলেটাকে মারছো নাকি, হ্যাঁ ?"
পরীক্ষা তো ওর নয়, পরীক্ষা যে আমার !
ভালো হলে বাবার ছেলে, খারাপ হলে মা-এর !
পড়তে পড়তে বলে, " মা, কখন হবে ছুটি ?
দেখবো cartoon আর দাদার সঙ্গে করবো ছুটোছুটি !"
হিমশিম খেয়ে যাই ওকে পড়াতে বসাতে
দুষ্টু বুদ্ধি বেজায় আসে ওর ছোট্ট মাথাতে,
কি করি উপায় , পাই না ভেবে আমি
কবে ও শান্ত হবে , বুঝবে পড়াশোনাটাই সবচেয়ে দামী !