আমি নারী ;
আমি আদ্যাশক্তি মহামায়া ,
ব্রম্ভা-বিষ্ণু-মহেশ্বরের মিলিত তেজে আমার জন্ম ,
মহিষাসুরকে বধ করে আমি ইন্দ্রকে ফিরিয়ে দিয়েছি তার স্বর্গরাজ্য ।
আমি দেবী অরুন্ধতী ,
সপ্তর্ষিমন্ডলে আমার স্থান ,
মন্ত্রবলে ত্রিদেবকে শিশু করে করেছি স্তন্যদান ।
আমি ব্রম্ভবাদিনী মৈত্রেয়ী ,
রচিয়াছি ঋগ্বেদের স্তোত্র , স্বামীর থেকে আহরণ করেছি
সেই সম্পদ যা অমরত্ব দান করে ।
আমি ঘোষা , অপালা , লোপামুদ্রা ... বৈদিক যুগে
শাস্ত্রসভায় জ্ঞানী পুরুষদের সঙ্গে তর্ক করেছি ।
আমি গার্গী ,
রাজা জনকের ব্রম্ভযজ্ঞে আমার করা প্রশ্নের
উত্তর দিতে অসমর্থ হয়েছিলেন ঋষি যাজ্ঞবল্ক্য !
আমি খনা ,
আমার জ্যোতিষবিজ্ঞান নির্ভুল বলে প্রমাণিত হয়েছে বার বার ।
আমি গান্ধারী ,
স্বেচ্ছায় আমার দৃষ্টিশক্তিকে বন্দী করেছিলাম কালো কাপড়ের আড়ালে,
যাতে আমার জন্মান্ধ স্বামী কখনও বিব্রত না হন ! সন্তানস্নেহ এর
থেকেও ধর্ম আমার কাছে শ্রেয় ছিল ।
আমি দ্রৌপদী ,
পঞ্চপাণ্ডবের স্ত্রী । সবার প্রতি সমান কর্তব্যপরায়ণ ।
কুরুসভায় চরম অপমানিত হয়ে প্রতিজ্ঞা করেছিলাম
দুরাচার দুঃশাসনের বুকের রক্তে চুল ভিজিয়ে আমি কবরী বাঁধবো !
আমি জোয়ান অফ আর্ক ,
ধর্মের জন্য লড়তে গিয়ে জীবন্ত পুড়ে মরেছি ...
আমি ধাত্রী পান্না ,
কর্তব্যের কাছে বলিদান দিয়েছি মাতৃত্ব, উদয় সিংহের প্রাণ বাঁচাতে
আপন গর্ভজাত পুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি !
আমি চিতোরের রাণী পদ্মিনী ,
আলাউদ্দীন খিলজীর লালসা থেকে আপন সম্মান বাঁচাতে
জহরব্রত পালন করে অগ্নিকুন্ডে ঝাঁপ দিয়েছি আমি...
আমি ঝাঁসির রাণী লক্ষীবাই ,
বৃটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে স্বাধীকার রক্ষার লড়াই এর আমি পথিকৃৎ ...
আমি প্রীতিলতা ওয়াদ্দেদার ,
বিদেশী অত্যাচারী শাসকের কবল থেকে ভারতমাতাকে মুক্ত করার
যুদ্ধে আমি শহীদ হয়েছিলাম ...
আমি আরও কতশত নাম না জানা সাধারণ বিপ্লবী , ইতিহাস আমার নাম লিখে রাখতে ভুলে গেছে , কিন্তু আমি ভুলিনি আমার দেশমাতৃকার পরাধীনতার গ্লানি !
আমি এমন একজন বিপ্লবী নারী যে বৃটিশ ও বৃটিশের পা চাটা দেশী পুলিশ কুকুরগুলোকে আমার নারীমাংসের লোভে আটকে রেখে আমার সহবিপ্লবীদের কাজ সহজ করে দিয়েছি !
আমি সেই মা যে নিজের প্রিয় সন্তানকে ভারতমাতার সেবায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছি...
আমি সেই তরুণী বধূ যে নিজের সিঁথির সিন্দুরকে উৎসর্গ করেছে বন্দিনী দেশমাতৃকার বন্দীত্ব মোচনের জন্য...
আমি কল্পনা চাওলা ,
মহাকাশযানে চেপে অন্তরীক্ষে যাত্রা করেছিলাম...
আমি ইন্দিরা গান্ধী , বেনজির ভুট্টো , শেখ হাসিনা ,
আমি দেশের প্রধানমন্ত্রী ।
আজ খেলার জগতে আমি অপরাজেয় -
আমি মেরি কম, সানিয়া মির্জা, দীপা কর্মকার , সাইনা নেহওয়াল ...
দেশের জল, স্থল , বায়ুসেনায় আমি -
শব্দের চেয়েও দ্রুতগতির যুদ্ধবিমানের চালক আমি -
মোহনা সিংহ , আভানি চতুর্বেদী , ভাবনা কান্থ ,
আমি প্রস্তুত বিমান যুদ্ধে ভারতমাতার শত্রু নিধনে, রণক্ষেত্রে ...
তবুও কেন আমি অবলা ?
নারী শক্তি কেন কিছু কিছু জায়গায় আজও ঘুমিয়ে রয়েছে ?
ডাক দিলাম আজ সকল নারী জাগরণের ...
দিকে দিকে ধ্বনিত হোক আমার জয়গান ...
আমার মঙ্গলশুঙ্খের ধ্বনিতে শুদ্ধ হোক বিশ্বের অবস্থান ...