পার্কের গেটের কাছে এক ফেরিওয়ালা ,
নানা লোভনীয় সম্ভারে ভরা তার ঝুলি ,
বাঁশী , বেলুন , ঝুমঝুমি আর হরেক রকমের
মুখোশ ; কোনওটা মজার আবার
কোনওটা বা ভয়ঙ্কর !
মুখোশের আড়ালে আজ মুখ ঢেকেছে পৃথিবী ,
ভদ্রতার মুখোশ পড়ে অভদ্রতা করে বেড়ায়
আবার সৌজন্যের মুখোশটা পড়ে নিয়ে
দেঁতো হাসি হেসে শত্রুর সঙ্গে হাত মেলায় !
স্বার্থের মুখোশ পড়ে মনুষ্যত্ব যায় ভুলে ,
প্রতিহিংসার মুখোশে আজ সে ঘাতক -
মিষ্টি মুখের মুখোশ পড়ে পিছন থেকে
ছুরি মারে , বিশ্বাসভাজনের মুখোশের আড়ালে
সে আজ বিশ্বাসঘাতক !
মুখোশ , মুখোশ , মুখোশ ...
চারিদিকে শুধু মুখোশের ছড়াছড়ি ,
মুখোশের আড়ালের আসল মুখটাকে
আজ তাই চিনতে নারি !
কবে আসবে সেই দিন
যেদিন সব মুখোশ যাবে ছিঁড়ে
সব মুখোশ যাবে হারিয়ে
সত্যের আলো মাখা আসল মুখের ভিড়ে !!