স্তব্ধ হয়েছি আমি , নির্বাক, নিশ্চুপ...
এ পৃথিবী শুনতে চায় না আমার কন্ঠ ,
তাই নিরবতায় সরবতার আখর কাটি আমি ...
হাজার মোমের আলোয় নীরবে জ্বলে ওঠে
আমার প্রতিবাদ । মেঘলা আকাশ
জানায় আমার ভারাক্রান্ত মনের সংবাদ ;
ঝড়ো অশান্ত হাওয়া বয়ে যায়
আমার উথাল পাথাল হৃদয় নিয়ে...
বৃষ্টির পরে যখন সোনালী রৌদ্রের কিরণে
ভেসে যায় প্রকৃতি, তখন রামধনু
আঁকা হয় আমার মেঘমুক্ত মনের খুশির
সাত রঙের তুলির টানে ! প্রতি প্রত্যুষে নবীন
রবির প্রেমের ছোঁয়ায় সূর্য্যমুখী প্রস্ফুটিত হয়,
সে যেন আমারই হৃদয় প্রস্ফুটিত হয় প্রেমিকের
প্রেমের স্পর্শে ! গোলাপের সুগন্ধে আকৃষ্ট হয়ে
অলি ছুটে আসে তার কাছে, ঠিক যেন বাতাস
বয়ে নিয়ে যায় আমার প্রেমের বার্তা ...
সাগরের জলে পূর্ণিমা রাতে জ্যোছনা খেলা করে
আমার ভালোবাসার তালে তালে শুভ্র ফেনিল ঢেউ এর
সাথে । নদী যখন দুকূল ভেঙ্গে ছুটে গিয়ে
সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ে ... সে তো আমিই ,
ঝাঁপিয়ে পড়ি আমার প্রেমিকের প্রশস্ত বুকে
গভীর আশ্লেষে ! অমানিশার নিকষ কালো
আঁধারে মুখ ঢাকি আমি কালো কাপড়ে
দুঃখে , বেদনায় , অপমানে , প্রতিবাদে ...।


এ পৃথিবী শুনতে চায় না আমার কণ্ঠ,
তাই নিরবতায় সরবতার আখর কাটি আমি...।