ইচ্ছেগুলো ডানা মেলে উড়ে চলে -
ওদের তো উড়তে কোনও
বাধা নেই, আমিও যদি পারতাম
ইচ্ছেডানা মেলে উড়ে যেতে...
ঐ দূর দিগন্তের পারে ,
কিম্বা সবুজ অরণ্যের গহীন আঁধারে ,
পাহাড়ের কোলে যেখানে শুভ্র বরফ
খেলা করে সুর্য কিরণের ওম গায়ে মেখে ,
অথবা সাগরের ঢেউয়ের দোলায় দোলায়...
শেষ পর্যন্ত পারি না...
তাই বার বার ইচ্ছে আসে, ইচ্ছে যায়...
আমি পারিনা তার সঙ্গী হতে ,
ইচ্ছে বুঝিবা অভিমানেই পথ হারায় !!