ভালোবাসা, তুমি চঞ্চলা, চপলা...
তুমি স্থিরতাবিহীন উতলা ...
কখনও নক্ষত্রখচিত আকশে পূর্ণিমার চাঁদ
কখনও অমানিশার ঘোর আঁধারে ভরা রাত !
কখনও মনের কোণে জমে থাকা কালো মেঘ
আবার কখনও কারণে অকারণে শুধুই আবেগ ...
কখনও কি বুঝেছ আমার অন্তর ?
অবিশ্বাসে , সন্দেহে কখনও হয়েছ মরু-প্রান্তর !
ভালোবাসা, এ কেমন তুমি ?
প্রশ্নচিহ্নের দুইপাশে তুমি আর আমি !!!