১.
তুমি আমি মামুলি মানুষ,
পথের গায়ে শুধু আঁচড়;
হারিয়ে গেছে যারা রাঙাতে,
অপেক্ষায় থাকি অন্ধকার রাতে।
২.
তুমি আমি বহু দূরে
এখান থেকে অন্য কোনো সময়ে
ছুঁয়ে যায় হাত থেকে
গোধূলি আলোয় অলস বেলায়।
৩.
ফার্মেসি থেকে সীমিত ডোজে অপ্সরা কিনে
ভালোবাসা বিকিয়েছে আমাদের হরমোন;
আমার চোখ জ্বলে যায় রাঙা আলোয়
সভ্যতা থেকে কিছুটা দূরে অদ্ভুত পটে।
১১.০৬.২০২৫