না! লিখবো না!
আর লিখে কী হবে বলো—
আর ভালোবাসা নয়।
ফাঁকা পকেটে মৃত সময়ে—
প্রেম থাকে না, না থাকে কেউ;
“কখন এলে তুমি? আবার চলে যাবে?”—
সে তো দেখার ভুল, সে তো শুধুই ভ্রম।
সময়ের দৌড়ে পরাজিত পথে—
ভালোবাসা বাঁচে না, বলে না ভালোবাসি;
“আমি ভালো আছি, তুমি পাশে আছো।”—
আমি তো ভুল শুনেছি, আমি তো ভুলে গিয়েছি।
কবিতার কী আবদার—
আর প্রেমের কবিতা নয়।
না! লিখবো না!


24-25-26 May 2022