বৃষ্টি প্রেমে পড়েছি আবার—
রূপসী রমণী, ভালোবাসা বিলিয়েছো;
শহরজুড়ে অলিগলিতে প্রেমিকের প্রতিযোগী।
পথে পথে ফোটে ফুল লাল লাল—
ধুলোর শহর সেজেছে রঙিন;
কৃষ্ণচূড়ার ডালে ডালে অন্তরগুলো পাখা মেলে।
চলেছি যেদিন পরের জগতে—
বুকে নিয়ে বৃষ্টিস্নাত কৃষ্ণচূড়া
কোমল বাদল মাটি, জড়িয়ো আপন করে।
“কবিতাটি প্রিয় বন্ধু কবির সরদার-কে উৎসর্গ করলাম; কবিরের বৃষ্টি আর কৃষ্ণচূড়া ফুল খুব পছন্দ, ওর মনোভাবই কবিতায় তুলে ধরার চেষ্টা।”