মানবতা, তুমি কি শুধুই পুস্তকে আবদ্ধ নীতিকথা?
আজ মানবতার কথা বলে হচ্ছে যে অমানবিকতা!
অধম বলেই করে অধর্ম, সে তো নিকৃষ্ট;
হতে চাই না উত্তম– এমনটা মহা অধর্ম।
আমরা কি হয়ে গেলাম বিবেকহীন পুতুল?
দুষ্টের কথায় সায় দিয়ে করছি ভুল!
ঘৃণা করে সমাজ, বর্জন করি আমরা;
ঠাঁই নাই অমানুষের, ত্যাগ করি আমরা।


জীবনের দরজায় একদিন মৃত্যু এসে ফেলবে টোকা;
তখন কি আর চলবে আমিত্ব-দৌরাত্ম্য-কর্তৃত্ব!
সত্যিই তো, আমরা মানুষ যে বড্ড বোকা;
ক্ষীণ জীবনের জন্য বয়ে বেড়াই অপরাধের বোঝা।
সত্য হচ্ছে– আমাদের মনটাই ঘুনে ধরা;
অথচ দেখো, শৈশবে কত সুন্দর স্বচ্ছতা;
এরপর দূষিত সমাজে দূষিত হয় মানসিকতা।
এমন আর কত কাল চালাতে চাই? আর নয়;
এখন সময় ভেঙে ফেলার, ভেঙে ফেলি মন্দ চক্র;
সবুজ হোক প্রকৃতি, সুন্দর হোক মনন;
নতুন দিনের আলোয় হবে নব আবাস।


জীবনে প্রশান্তি হয়তো অনেকের কাছে নিষ্প্রয়োজন;
চাই পাশবিক প্রতাপ, অযোগ্য চায় স্বর্গ।
নতুন দিনের রাঙা রবির কিরণ ধারালো,
পাপিষ্ঠ আত্মার কাছে তা বড্ড অপছন্দ;
তাই কেউ ধর্ম ভেবে করি অধর্ম,
প্রলোভন দেখে নবীনরা হয়ে যাই পথভ্রষ্ট,
কেউ ছড়ায় ঘৃণা আর ঘৃণিত পণ্য,
তারা স্বার্থপর শাসকরা বদলায় মুখোশ
কিন্তু বদলাবে না তাদের শোষণ।


আমাদের আর মেরো না, আমরা আর লিখব না,
নাই বা বললাম সত্য, করে দেই মুখ বন্ধ;
তবুও ভাঙা মনের মাঝে মানবতার গান গাইবো সতত।
একদিন কেটে যাবে দুর্যোগ, ভূলোক হবে সুন্দর;
জাতির পোষক দেহের মেরুদন্ড হবে সুদৃঢ়।


তারিখ : ৩০/১১/২০২০
প্রতি মাসে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লেখা কবিতাগুলো; সমসাময়িক বিশ্ব(দুনিয়া) ও বাংলাদেশ, ২০২০ সালের নভেম্বর মাস।