এই কথা বলি, শোনো বন্ধু;
রয় যেথা দ্বন্দ্ব, তাহা মন্দ।
যদি দেখো দ্বন্দ্ব, করো বন্ধ;
এই ধারা পুণ্য, সদা সত্য।
আমরা কি মানুষ রূপে অমানুষ?
অন্তরে যে পরাই বহু মুখোশ;
আমরা তো মিথ্যার বড় পূজারী,
মানব ও মানবে মানি অসাম্য!
সবার বিদ্বেষের আগুনে অন্তর্দহনে মরছে সবাই;
মানবের মাঝে মহা দুর্যোগ।
মরতে বসেছে ভুবন, মরছে মানবের মানবতা;
জীবনের জন্য অশনি সংকেত।
পাপের মা-বাবা হলো মিথ্যা আর লোভ;
নরকের দোর-পথ খোলো যবে নিজ মন,
মরণ ছড়ায় দুনিয়ায় যেমন উত্তাপ ছড়ায় লোহায়।
এই জগতে যুঝিতে জীবনের জন্য জীবনকে চাই কেননা
খাদ্যের অভাবে মরে জীবন, শিক্ষার অভাবে মরে মনন।


তারিখ : ৩১/১২/২০২০
প্রতি মাসে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লেখা কবিতাগুলো; সমসাময়িক বিশ্ব(দুনিয়া) ও বাংলাদেশ, ২০২০ সালের ডিসেম্বর মাস।