চীনামাটির ফুলদানির মতো ভেঙে যাই
বার বার,
তুমি কোন শৈলীতে জুড়ে দাও
প্রতিবার!
বাগান থেকে তুলে আনা গোলাপ,
তোমায় রাখতে পারিনি জড়িয়ে;
আমি যে ভঙ্গুর তুমি তা জানোই—
পোড় খাওয়া মাটিকে গ্রহণ করো,
বিলীন করো তোমার ওই শৈলীতে।
আমার বুকে বাগান করো,
অমোঘ ব্যথার সরস মরমে—
ফোটাও তাজা তাজা গোলাপ।


“এই কবিতা শুধু তোমার। উৎসর্গ কিংবা নিবেদন, সব তোমার জন্য।”