বাংলা কবিতায় বর্তমানে চলমান নতুন সাহিত্যিক আন্দোলন– ‘নতুন ধারা’; এর রয়েছে প্রকাশিত ইশতেহার। বিস্তারিত জানতে কবি ও সাহিত্যপ্রেমীদের ফেসবুকে সার্চ করার অনুরোধ করা হলো। কবিদের সাথে আলাপ করে এর বৈশিষ্ট্য সম্পর্কে যা জানা যায় তা নিচে সংরক্ষণ করে রাখলাম।

শ্রদ্ধেয় কবি ফাহিম ফিরোজ (Fahim Feroz) প্রবর্তিত বাংলা কাব্যসাহিত্যে নতুন ধারার প্রধান চারটি বৈশিষ্ট্য— বহুভাষিকতা (প্রমিতের সঙ্গে লোকজনের এক গভীর মিশেল); নতুন শব্দ সৃষ্টি; সম্পর্কবাচক শব্দের ব্যবহার (সম্পর্ক বা আত্মীয় বাচক শব্দের যোগসংযোগ); বহুরৈখিকতা (কবিতায় বহুবিধ অনুসঙ্গ পরিলক্ষিত)। নতুন ধারার উপ-বৈশিষ্ট্যসমূহ— নতুন ধারায় ধর্ম ও অধর্ম থাকবে; বাস্তব ও অলৌকিকতায় বিশ্বাসী; পুরো নয় আংশিক নন্দনতত্ত্ব সর্মথন; শিল্পের প্রতি নতজানু ‘বিয়ং’ এ (রহস্যময়তায়) আস্থাশীল; কাঠামো শিথিল হবে; ইতিহাস-ঐতিহ্য ও প্রগতি-দর্শন নির্ভর। কিংবা প্রমিতের মধ্যে চলেও নতুন ধারার অন্য যেসব বৈশিষ্ট্যগুলোর মান্যতা অপরিহার্য— সহজ বোধগম্য কবিতা সৃষ্টি, তবে অবশ্যই তাতে রহস্য (বিয়ং) থাকা আবশ্যক; শব্দের খেলা থাকবে, তবে নতুন শব্দ তৈরি করতে পারলে উত্তম; সম্পর্ক বা আত্মাীয় বাচক শব্দের উপস্থিতি; অযথা ইংরেজি বা বাংলিশ বর্জন।