কেন এই জীবন, কেন এই মানুষ;
কেনইবা এতো ছোটাছুটি, কেনইবা ফোটে বনফুল।
একাকী রাত্রি করে হাহাকার, তোমার একা এই মহাকাল;
তবুও উদ্বিগ্ন উন্মত্ত জনতা!


কেন জীবন ফুলের মতো, ফোটে কনক্রিট জঙ্গলের যুগে;
বন্ধ জানালা আর মুক্ত আবেগ
গাইবে গান ভোর অবধি, ফুরবে কলি ঘুঁচবে আঁধার;
কলঙ্ক মাথায় কঙ্কাল হাঁটছে!


কেন যেন ধোঁয়া ধোঁয়া সময় এসব;
হাসিমুখ কলরব, মেঘময় অনুভব;
উচ্ছ্বাসে বিস্ময়ে আমাদের উৎসব।
কেন জানি না আমি যেন কে!