জন্ম ও মৃত্যু দর্শনের আদি থেকে অন্ত,
ঠিক যেন ভাঙা-গড়া এই খেলা—
কালের চাকায় চড়িয়ে জীবন
ছুটছো তুমি নিজের পিছু।
মহাকালের গর্ভে জন্ম, স্বপ্নবাজের জনম তোমার;
বিলীন হও নিজেই নিজেতে, ফিনিক্স হও নতুন উড়ানে।
অসীম একাকীত্ব ঘূর্ণিপাকে জীবন,
ধোঁয়া ধোঁয়া সময়ে একা একা ভ্রমণ—
চোখ মুছে খুঁজে দেখো, খুঁজে দেখো তুমি তাঁকে;
হয়তো পাবে মানুষ, ঈশ্বর নন নশ্বর।
আর অতঃপর জীবনানন্দ নক্ষত্রের পানে
ভালোবেসে তোমায় আহবান নিরুদ্দেশের জয়যাত্রায়।


“কবি বন্ধু মো. তানভীর রাশিদ-কে উৎসর্গ করলাম।”
“এটি মূল কবিতা ‘নিরুদ্দেশ জয়যাত্রা’ এর ৪র্থ অংশ।”