সবাই বলেছিলো সমাজে পশুর অবাধ বিচরণ,
পাশবিকতার জন্য কলুষিত এই সমাজ-যন্ত্র;
আমি দেখলাম পশু : দেখতে মানুষের মতোই।
আমি মনের অলিগলি ঘুরতে গিয়ে
খুঁজে পেলাম এক আয়না—
ছবিটা দেখতে অবিকল আমার মতোই,
কিন্তু সেই ছবির চোখে বুঝি
পাশবিক কিছু দেখেছিলাম,
মানবিক নয় একদমই।
আমায় আবদার করলো
আয়নাটার বাঁধা ভেঙে আগমনের;
ভয়ে না বলি,
শুনে আমায় শাসাল খুব!
ক্রোধে ভাঙতে চাইলো সেটা!
একার জোরে পারলো না ভাঙতে এই আয়না
তবে বাড়ছে ফাটল তাতে—
আমি এখানে পাহারা দেই,
তার সাথে লড়তে হবে তাই।
আমাদের দেয়াল আয়নার;
ওপাশে বন্দি, এপাশে আমি;
আমরা বহুকাল মুখোমুখি দাঁড়িয়ে :
আমি এর নাম দিয়েছি ‘মানব আয়না’।