কোনো এক গৃহত্যাগী জোছনায়—
খোলা প্রান্তরে এসো, আমরা গান গাইবো;
না হয় তোলাই থাকলো সেই তো
তোমার আমার মাঝে থাকা প্রবাল প্রাচীর।


তোমাকে আমার নিবেদন—
চোখের কোণে জমা হীরক,
গহনা গড়িয়ে জড়িয়ো হৃদয়ে।


কোনো এক বসন্তের বিকেলবেলা
ধুলা জমা মগজ নিয়ে ভাবি—
বাড়ছে বয়স, বাড়ছে আঘাত;
বইছি ব্যাথা হৃদয়ে আর শরীরে।