তোমার চোখে আমি সমুদ্র দেখি;
দেখি, সমুদ্রের তীরে পড়ে থাকা ঝিনুক;
যেন নান্দনিক সৌন্দর্যের সমারোহ।


তোমার চোখের চাহনিতে
আমি ঘন সবুজ অরণ্যে হারিয়ে যাই;
দেখি, গাছের আড়াল থেকে উঁকি দেওয়া হরিণ;
যেন গহীন অরণ্যে তুমি আমাকে পথ দেখাচ্ছ।


তোমার চোখের মণি দেখে
আমি রাতে মরুভূমিতে হেঁটে হেঁটে
কালো আকাশে তারার মেলা দেখি;
যেন তোমার মতই সেগুলো অনেক দূরে।


তোমার চোখে যখন জল আসে
তখন আমি ঘোর বর্ষায় ভিজে যাই;
যেন তোমারই চোখের জল সেই বর্ষায় ঝরছে।


তারপর আমি সমুদ্রের বুকে
ঐ লাল সূর্যকে দেখি আর বোঝার চেষ্টা করি—
সে তার ঐশ্বর্য নিয়ে হারিয়ে যাচ্ছে
নাকি
তার অপরূপ সৌন্দর্য নিয়ে উদিত হচ্ছে।