সহস্র কুয়াশার লতা ঝরে পড়ে উর্বীর গায়ে,,
পশ্চিমে হেলে পড়া সূর্য ফিরে চলে তার নীড়ে।।
অন্ধকার নেমে আসে শীতল ভূপৃষ্টে,,
প্রদীপ্ত হয় ধরা সোডিয়াম লাইটে।।
রাতের নির্জনে ছায়া কুয়াশার ধোঁপে,,
স্নিগ্ধ ছোয়াতে ভরে উঠে পাহাড়ের গায়ে।।
হঠাৎ ভাঙ্গে ঘুম শিয়ালের ডাকে,,
কত শত স্বপ্ন আঁকি তখনকার রাতে।।
উর্বীর স্মৃতি সব শহর আর গাঁয়ে,,
সবার স্বপ্ন আঁকা ওগো অলীকের দ্বারে।।
নিবু নিবু দীপ দেখো খেয়া নৌকার মাঝে,,
শহর তখন উদ্দীপ্ত নানা রং সাজে।।
তবুও সব কিছু নির্বাক স্র‍োতে,,
পূর্ব আকাশে উতিত সূর্য নব্য প্র‍াতে।।