আজ আমি অসম্ভব বাউন্ডুলে।
যেকোনো সময় নিখোঁজ হয়ে যাবো 
নর্তকীর লিপিস্টিকের দাঁগে।
যদি খোঁজ পরে অনুপস্থিত আত্নার
ধুয়াশাময় অন্তপুরে, অথবা কোনো রঙ্গশালায়।
যদি ঠোঁটে মদের গন্ধ গুজে নেমে পড়ে তোমার
রাতের আলস্য।
তবে আজ দূর কোন পৃথিবী থেকে,
কয়েকটি ধূসর নক্ষত্র ষড়যন্ত্র করবে নিয়ন আলোয়। 
ততক্ষনে গীর্জার ঘন্টা ধ্বনি
নৃত্যের তালে বেজে উঠবে তোমাদের
অস্থিকোষে, শিল্পকলায় অথবা নাট্যমঞ্চের প্রতিটি গ্রিন রুমে।
হয়তো কোন গোপন কবি বলে উঠবে নির্ধিদায়।
এ প্রেম  মানি না এ প্রেম  অমীমাংসিত...