ঈশ্বরের কাছে এপারে আমার বিশেষ কোন দাবি দাওয়া নেই,
আমি চাই কোন এক অন্ধকার ছাপাখানায় আমার মৃত্যু হোক।
আমি চাই কফির কাপ হাতে থাকা অবস্থায় আমার হৃদপিন্ডটা বন্ধ হয়ে যাক।
ক্ষুধার্থ একদল বিপথগামী  উইপোকার
পাকস্থালীতে আমার যায়গা হবার আগে;
পৃথিবীর সব প্রেমিকারা আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাক অন্তহীন মর্গের দিকে।
তাদের হাতে মরীচিকার মতো দশা হোক  আমার।
আমার বুকে আতরের গন্ধ নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়ে পড়ুক
রাস্তায়, শিল্পকলায়, শাহবাগে, রেস্তোরাঁয়, পার্কে, পাড়ার চায়ের দোকানে, পত্রিকার প্রথম পৃষ্ঠা জুড়ে।


আমি চাইনা আমাকে প্রেমিক হিসেবে পেতে----
কেউ আমার জন্য রাজপথে নামুক, গাড়ি ভাঙ্গুক অথবা পেট্রোল বোমা ছুঁড়ুক।
আমি এ ও চাইনা আমাকে নিয়ে
প্রেস ক্লাবের সামনে লোক দেখানো মানব বন্ধন কিংবা শেয়ার বাজারের দরপতন হোক।
আমি শুধু চাই
আমার বুকে কয়েক কোটি চুমু ফুটুক, ফুল ফুটুক, সমুদ্রের ঢেউ ফুটুক।  
অথবা অদূরে কয়েকটি গাঙচিল এদিক সেদিক ওড়াওড়ি করুক...