কবিতায় এক ঝোঁক পড়েছে
কবিদের যেনো চোখ পড়েছে
অবেলায় চাঁদ মৃদু হেসেছে
বিহগেরা তারে ভালো বেসেছে।


মন পবনের নাও চলেছ  
বন্ধু আমায় তাই বলেছে
কদম আমার মন কেড়েছে
ফাগুন যদিও কবে ছেড়েছে!


এলোমেলো এক ভাব এসেছে
ছড়ার স্তবক তাই হেসেছে
আম কাঁঠালের ধুম পড়েছে
লাজুক জামাই পেট পুরেছে।


ছুঁড়া কাঁচা আমে ঢিল ছুঁড়েছে
ছুঁড়িরা  ঝুঁড়ির ভুঁড়ি  ভরেছে
বুড়ি যে তাদের তাড়া করেছে
বুড়ারারও টনক নড়েছে।  


নবীন প্রবীন প্রেমে পড়েছে
আষাঢ়ের জলে যেনো মরেছে
প্রজাপতিরা ঐ  ডানা মেলেছে
কবি মনে তা-ই ছাপ ফেলেছে।