ভালোবাসি না বললেও
বুঝতে পারি আমাকে ভালোবাসো
আঙুলে আঙুল ছোঁয়ার অনূভুতি
তোমাকে মাতাল করে দেয়
তাও বুঝতে পারি।


বুঝতে পারি কাছে এলেই
তোমার বেসুরো গলার গুনগুনানি
তোমার বোকা বোকা চেহারা
রেগে যাওয়া, উচ্চস্বরে হাসার
কারণ সবই বুঝতে পারি।


তোমার শব্দের ভান্ডার আমাকে
বুঝিয়ে দেয়,
পাখিরা তাদের কলকাকলিতে
জানিয়ে দেয় তোমার প্রেমের কথা
আকাশ কাঁদলে বুঝতে পারি
তোমার অশ্রু বৃষ্টি হয়ে ঝরছে।


আমিও বোকার মতো এসব নিয়ে
ভাবছি কেনো জানো
তোমার মতো আমারও এমন হয়
তবে ভালোবাসার কথা বলতে পারি না
পারি না তোমার বেসুরো গান থামিয়ে দিতে।
কারণ তোমার ঐ ভাঙা  সুরই
মনে করিয়ে দেয় বিশ্ব কবি রবি ঠাকুর কে।


ভাসিয়ে নিয়ে যায় অজানায়
আমি জেগে উঠি নয়া উদ্যমে
তবে একদিন আসবে সেই সময়
জনসম্মুখে চিৎকার করে বলবো
আমিও তোমাকে ভালোবাসি।