" আপন থেকে পর ভালো
পর থেকে জঙ্গল "
লোকমুখে প্রচলিত
সত্যিই কি তা মঙ্গল!


পর যে আমার প্রতিবেশী
চলা সকাল দুপুর
পরের সাথেই ওঠাবসা
পরই মনের মুকুর।


পরকে আমি বাসি ভালো
আপন থেকে বেশি
যতোই দেখাক দ্বন্দ্ব হলেই
গোষ্ঠী শুদ্ধা পেশী।


মন্দ কথা বলতে পারি
মায়ের পেটের বোনে রে
পাতানো বোন  মন্দ বলুক
বোন তো থাকে দূরে রে।


বিপদ এলে আগে আসে
আমার প্রতিবেশী
তাই তো আমি নিয়ম করেই
মিশি বেশি বেশি।


বাবা মা ভাই দূরে থাকে
আসে খবর শেষে
মন্দ হোক ভালো হোক
যাবো ভালোবেসে।