যখন তুমি যাবে চলে আমায় পাশে রেখো
যাবার বেলা পেছন ফিরে একটুখানি ডেকো।
ভালোবাসার বেদনাটা আমার গলে দিও
গহীন মনের যতো কথা তুমি শুনে নিও।


একবার যদি নাই বা তাকাও প্রেয়সীরও পানে
সেই বিরহে বাজবে বাঁশি বাতাসেরও কানে।
অবুঝ মনের সুরলহরী ডাকবে অচিন সুরে
তখন বন্ধু কেমনে রবে আমায় ফেলে দূরে।


নিন্দুকেরা নিন্দা করে সর্বলোকে জানে
সকল ব্যথা চাপা পড়ে ভালোবাসার টানে।
বিদায়বেলা হাতটি ধরো পরম  আদরে,
চুপিচুপি কাছে নিও সোহাগী চাদরে।


সকল ব্যথা বন্ধু তুমি দিও আমার তরে
ভালোবাসার পরশ দিও প্রাণটা দিও ভরে,
মানুষ জীবন এমন নিঠুর যেনো বাঁধনহারা
মৃত্যুর স্বাদ নিতেই হবে এটাই জীবন ধারা।