আমি ঘুমাতে পারি না, মা
যখন চোখে ভেসে উঠে,
তোমার“শেষ রোদেলা হাসি”।
সতত সালাম চরণে তোমার
উচ্চ:স্বরে বলি-মা তোমায় ভালোবাসি।


কতো নারী কারণে,অকারণে করে ছলনা
কিন্তু তুমি দেখিয়েছ আমায়,
পৃথিবীর মুখ মায়ের হাসি হেসে।
তোমাদের জন্যই স্বাধীন হয়েছে মাতৃভূমি,
কতো বেদনা সয়েছ মাগো আমায় ভালোবেসে।


দুঃখ হয় না কখনও
স্বীকৃতি পাবার লোভে
যতবার করেছি লম্পট বাবার খোঁজ,
ছলনায় ভুলিয়েছ মাগো
জেনেছি আজ সে দানবের খোঁজ।


তাই উচ্চ শিরে বলি দেখো হে বাংলা-
আমি “বীরঙ্গনার” ছেলে বলে,
ধন্য তবুও আমি ।
শতবার জন্মাতে চাই তোমার কোলে।
ধন্য পেয়ে স্বাধীন বঙ্গভূমি।


নিঃস্ব নই হারিয়ে তোমায়
পেয়েছি স্বাধীনতা
সকলের ঘৃণা নিয়েছি মাথায়
যতই বলুক আমি “বীরঙ্গনার” ছেলে,
তবুও তুমি মা ইতিহাসের পাতায় ।