বাংলা কবিতার বিমল ফুল
অনিরুদ্ধ বুলবুল ,
ধন্য আমরা তাকে পেয়ে
যাই জয়গান গেয়ে ।


জ্ঞানী-গুণী বোদ্ধা কবি
আঁকেন সত্যের ছবি
প্রেরণায় থাকেন সদা মশগুল
কৌশলে দেখান ভুল ।


নেই নিজেকে সত্যের পথে
তারই আলোর রথে
সহজ সরল সাদা মনে
মিলেন সবার সনে ।


ভালো লাগা তাই রেখে যাই
তার স্নেহে পুলক পাই ।
পুষ্পাঞ্জলি জানাই তাঁরে
ভালোবাসি যারে ।


( বি:দ্র :জাহাঙ্গীর কবীর কবির কবিতায় মন্তব্যে সৃষ্ট কয়েকটি চরণ প্রিয় কবি অনিরুদ্ধ বুলবুল কে উৎসর্গ করা হল ।)