এখন সবাই চোপচাপ
ঝোপ বুঝে মারে কোপকাপ
জল পেলে দেয় ডুবডাব
ভাদ্রের তাল ধুপধাপ।
এখন সবাই চোপচাপ।


সুবোধের মতো দেয় তালা
সহজেই পড়ে বিজয়ের মালা
ভালো লোক ভাই খুব খুব
নেই তাই শোনো কোনো ক্ষোভ
এখন সবাই চোপচাপ,
ঝোপ বুঝে মারে কোপকাপ।


নাম নিতেও যেনো ভয়
বুক ধরফর, কী জানি কী হয়!
চারদিকে লোভ আর লোভ
বিলাসীতা আর যেনো ভোগ
এখন সবাই চোপচাপ,
ঝোপ বুঝে মারে কোপকাপ।


কাজীদের ভুল নেই নেই
ভিআইপি তারা সেই সেই
ঢুস ঢাস মারে কই!
লাঠি নিয়ে তাড়ে কই?
এখন সবাই চোপচাপ,
ঝোপ বুঝে মারে কোপকাপ।