আপন সন্তান কোলে পেয়ে পুলকে হারায় মন
পড়শিরাও হয় দারুণ খুশি করে নেয় আপন।
স্বার্থছাড়া ভালোবাসে শ্রেষ্ঠ যিনি মা
পাওয়ার আশা তিনিই করেন মাসি বা খালাম্মা।


দেনাপাওনার কঠিন হিসেব মনে রাখেন যদি
বুকের মধ্যে বয়ে যাবে দুঃখের অশ্রু নদী।
এসব চিত্র দেখে ঢাকি লজ্জায় আমার মুখ
বন্ধু যারে ভাবি সদা তারাই ভাসান বুক।


চাই না তেমন ভালোবাসা চাই না অভিমান
ঘৃণা দিয়ে ভরেন যদি কাঁখের কলসখান।
সৃষ্টি যতো যতন করে রাখবো বুকের ছায়ায়
মনের ব্যথা কাব্যে থাকুক চলুক আপন ধারায়।