ধানের চুছা উড়ে যখন দমকা বাতাসে
কৃষাণীর মন হাউমাউ করে তাকিয়ে রয় আকাশে
হতাশায় ভারী হয় আঙিনার চারপাশের হাওয়া
রাতদিন মাথার ঘাম ঝরায় শুধুই খেটে যাওয়া।


অনাবিল হাসি নিয়ে বায়ুের সাথে পাল্লা
কুলোয় নিয়ে ধানের চুছা করে চিল্লাফাল্লা।
কৃষক-বধূ কেঁদে বলে-


এবার চুছা ছাড়া মনে অয় কপালে নাই কিছু
অভাব বুঝি দূর হলো না আবারও নিলো পিছু;
কৃষক মাথা ঠুকে মরে হাট্টওয়ার দেউরির গায়
হতাশার সুর বাজে কানে দুখ যে ডাকে আয় আয়।