কী যে দহন দীপশিখাতে মরুর বুকে
তীব্রভাবে দিনে রাতে জ্বলতে থাকে।
ভালোবেসে কাছে টেনে মাথায় তুলে
নেচেছিলে প্রেম যমুনার বাঁকে বাঁকে।


সকালসাঁঝে নিশীথরাতে, কাজের ভিড়ে
চলার পথে, সাড়া দিতে আমার ডাকে।
গোঁমরে কাঁদে, দুঃখ বাঁধে অবিন্যস্ত
স্বপ্নগুলো বারে বারে মুচকি হাসে।


কিছু স্মৃতি যায় না ভুলা আঁচল গিঁটে
থাকে বাঁধা ব্যস্ততারই ফাঁকে ফাঁকে।
কেউ দেখে না অশ্রুজলে দুঃখের নদী
যায় যে বয়ে তারই অতি আশেপাশে।


নীল বেদনা ধরার বুকে যতো আছে
দিকে দিকে ঠেসেঠুসে গাঁথি শব্দের মাঝে,
উজার করে ভালোবেসে দিলো তারে
গহীনতায় সকল আশা ভালোবাসার কাছে।