দুঃখের কথা ছাপতে চাই না
নিউজ প্রিন্টের কাগজে
তোমরা যারা সুখে আছো
তারা সবে ভাগ যে।।


দুঃখীর দুঃখ থাক না জ্যাবেই
কাঁদুক আঁধার ঘরে
সুখের পাখি আকাশ পানে
উড়ুক আকাশ ভরে।


দুঃখের ঝোলা কাঁধে লয়ে
খবর হতে চাই না
জানবে যখন হাসবে লোকে,
কী বলো সুখ? তাই না!


ছাপলে ছাপাও সুখবরটা
কথার মালা ঝুলবে
সুযোগ নেয়ার ধান্দা করে
বেসুরো সুর তুলবে।


দুঃখেও সবাই হাসতে শেখো
চাঁদের হাসির মতোই
শোক পাখিটা  উড়াল দেবেই
সুখ আসবে কতোই।