কাব্যকলায় বৈঠক চলে
খুব গোপনে
স্বাদ জেগেছে নেতা হওয়ার
বীজ রোপণে।


ঘসেটিয়ার ভন্ডামিতে
আলাপ ফোনে ফোনে
শয়তানীতে খুব পটু সে
জিলাপি প্যাঁচ মনে।


কাব্যপাতায় ক্যান করিস তুই
ছল চাতুরীর খেলা
দূর পাহাড়ে দেখ রে চেয়ে
ডুবছে কেমন বেলা।


মৈকি হাসির ঢেউ তুলে দেস
দাদা দাদা করে
ফের পেছনে নাকটা ছিটকাস
বল রে কেমন করে?


তুই ঘসেটি নীতির কথা
বলিস ডেকে ডেকে
নিজেই আবার নীতির বাইরে
হাঁটিস এঁকে বেঁকে।


কবি হওয়ার স্বাদ জেগেছে
লিখ না যাহা পারিস
অহেতুক এক জটিলতায়
কলকাঠি ক্যান নাড়িস!