যাচ্ছি।
বলা হয়নি- সময়ের কাছে
পুকুর ধারের সারি সারি
গাছেদের কাছে।


আমার আদরের মিনি
গেইটে থাকা ডগি;
আর বাড়ির সীমানার শেষ প্রান্তে,
যে বটগাছটা তার কাছে।
যে ছায়া দেয়,মায়া দেয়
মাথার উপর ছাউনির ন্যায়
আগলে রাখে।


আগলে রাখে মাটিকেও
তার শিকড় দিয়ে
হ্যাঁ,শেকড়!
শেকড় বড় কঠিন বিষয়
যাকে চাইলেও ভুলা যায় না
মুছে ফেলা যায় না
না যায় উপড়ে ফেলা।

ধরা ছোঁয়ার বাইরে
শুধু মায়া! মায়া আর মায়া
এবং মায়া।


মায়ার বাঁধনে জড়ালে
অন্তর পোড়ায়
এখন আর ভাবি না
স্বপ্ন দেখি না
স্বপ্নও আমাকে ছোঁয়ে দেখে না।


শুধু আপেক্ষিকতা দিয়ে
অনুভূতির রসদ আনা যায়
জীবনকে বাঁধা যায় না
হায় জীবন!


শত হতাশা, ব্যঞ্জনা
ব্যস্ততার মাঝেও খুঁজে বেড়াই
বাঁচার উপায়
একটু আনন্দ!
একটু স্বস্তি!


একটু কোলাহল। সকলের মাঝে
ভাগ করে নেই জীবনের স্বাদ,
প্রাপ্তি আর,
না পাওয়ার দায়ভার
আজকের এই আয়োজনের,
গুলবাগিচার বুলবুলিকে
আলিঙ্গনের।
শুভহোক চড়ুইভাতি।