দৃষ্টিসীমাতে আনাগোনা তাঁর নিশিতে মুগ্ধ করে,
শাণিত পরানে ভালোবাসা আনে জলের মতোন করে।
তাঁর চপলতা হৃদয়ে জাগায় তীক্ষ্ণ তীব্র তাড়ন,
বশীকরণের কল্পিত জাদু মানে নাতো কোন বারণ।


'ভালোবাসি' বলে আহ্বাদি সুরে কভু যদি মোরে ডাকে,
মন ছুটে যায় পাগলের প্রায় অমিত সুরের বাঁকে।
যতো বাঁধা আসে ততো বেড়ে যায় প্রেমের উন্মাদনা
মনের দামেই দিয়েছি যে মন, তাই এ সম্মাননা।


জলকন্যার আবরণে বাঁধি অতৃপ্ত কতো কামনা!
বিরহ বীণায় তুলে রাখি প্রেম তৃষিত-মনের বাসনা।
আবেগী হৃদয় অব্যক্ত কথা ছড়ায় গগণ তলে,
নিশির আঁধারে যেনো ডাকে মোরে প্রিয়তি নামটি বলে।


তুচ্ছ সকল বাঁধা-বন্ধন ছুঁড়ে ফেলি দূরে সব,
প্রেমের অনলে তীব্র-দহনে শুরু হয় উৎসব।
মনের গহীনে আজো আছো তুমি পরান-বন্ধু প্রিয়,
স্বপ্নলোকের মোহন মাধুরী অলৌকিক অমিয়।