প্রায়ই মনটা আকুতি বাকুতি করে
না বলা কথার পুঁটলি বাঁধতে থাকি
তোমাকে বিরহানলে পুড়াবো বলেই
আদরে সোহাগে যাপিত জীবনে খুঁজি ।


সুখের সাগরে পাহাড়ে নদীতে তাই
নীরবে আমায় ডেকে যাও , প্রিয়তম
বেদনায় আজ বুক ভারী হয়ে উঠে
সেই সুরে সাড়া দেয়ার প্রবল ইচ্ছে ।


জেগে আছি , প্রাণে মনের উঠোন কোণে
তুমি হাত বাড়াও দেখ আমি আছি , হে
প্রফুল্লতায় হৃদয়ে সুখের ঢেউ
ভেসে উঠে পুরানো স্মৃতি বর্ণে বর্ণে ।


সুরে সুরে ডেকে যাও ভোরে সন্ধ্যায়
যৌবনের গানে মুক্তির সোপান তুমি
সত্যই সুন্দর মন দরিয়ায় সখা
ভালোবাসি বলে , কাঁদছে প্রাণ
মন বলে- ভালোবাসি তারে প্রিয়তম ।