জীবন আয়না সাজানোর যতো উপকরণ
তা বেশ কঠিন যেনো তা ফালতু সব বায়না
ঠোঁটের কোণায় হাসির ঝলক চোখে কান্না।


রংধনু রঙে কল্পনা আর নিত্য লীলা
বেকার সবিতা! মাকড়সার জালে জড়িয়ে,
চুপসে যাওয়া বেলুনের মতো নিছকই সব।


মনের সঙ্গে মিথ্যে প্রেমের বাসর ঘরে,
শুধুই শুকনো কাগজের ফুল সুবাসহীন
সমাজের এই যে শিকল জুড়ে দেই গলে।