খুকু আর খুকু নেই হয়ে গেছে বুড়ি
লাল পাড়ের শাড়ি পরে হাতে লাল চুড়ি
কাঁধে ঝুলায় বেনেটি ব্যাগ চোখে দেয় সুরমা
খায় দায় ফুর্তি করে রান্না করে কোরমা।


খুকুর একটি পরী আছে নাচে তাক ধিনা ধিন
ধীরে ধীরে হচ্ছে বড় বাড়ছে মায়ের ঋণ
পুতুল খেলা বাদ দিয়েছে খুকুমণি ঢংগি
হেসে হেসে কথা বলে করে কতো ভংগি।


খুকুমণি আর কাঁদে না ধরে না তো বায়না
লিপিস্টিকে দেয় না হাত চানাচুরও খায় না
এলোচুলে ঘুড়ে বেড়ায় কানে পড়ে দুল
মাঝে মাঝে মুচকি হেসে খোঁপায় গুঁজে  ফুল।