আমার ঘরে আমি যে চোর
চোরে মালিক সাজে
এমন কপাল হয় ক'জনের
আমার মতোই বাজে ।


স্বপ্ন বাসর সাজাই নিত্য
কল্পনায় সব আঁকি
সবাই যখন ঘরের কোণে
আমি বনের পাখি ।


‘‘ উলুবনে মুক্তা ছড়াই
ঘরভেদী বিভীষণ ’’
চিত্ত আমার নিত্য কাঁদে
কাটছে এই তো জীবন ।


ভাগ্য কেনো হয় গো এমন
পর হয় পরম আপন
মনের মানুষ যেন পড়শি
বিবেক করে দাফন ।