তোমার জীবন পরিবর্তনে এই আমি নেই
ছিলামও না কখনো
যেখানে তোমার সুখ ছিলো,মায়া ছিলো,
প্রেম ছিলো জলবতী নদী ছিলো তার
একটিও আর নেই।


নদী নেই, জলে মাছ ছিলো,
পুকুরের চারিধারে
ফলবতী গাছ, বাসনার আশা ছিলো
এখন আশা নেই, ভালোবাসা নেই,
এখানে সমাজের মানুষ তুষ্ট নয়।


এখানে বিস্তৃত ফসলের মাঠ নেই
স্বার্থহীন  ভালোবাসা নেই
শুধু নেই আর নেই,
কিছুই নেই।


নিরন্তর কানামাছি খেলা
শুধুই বেঁচে থাকা
দীর্ঘপথ শেষে নিরিবিলি খুঁজছো মরণকে।
সেই মরণ কে ঘেঁষে আল পথে হেঁটে যাই।


এই পথ শুধু বেঁচে থাকার,
ডাল- ভাতের জীবন আর
অক্সিজেনের ঘাটতি পূরণের জীবন।
যেকোনো প্রকারে তাকে বাঁচিয়ে রাখা
দীর্ঘদিন যে পথে হেঁটে এসেছো
সায়াহ্ন এখন।


তাই ভেবে যাও- মরণ কখন
আর আমি বলি- তুমিই আমার একটি স্বপন।