ক্রিয়ার সাথে যাদের লেনদেন
কারক তিনি হোন,  
এক বাক্যে দেয় সবার তথ্য
একে একে সব জন।


কে দিয়ে ধরতে পারলে
কর্তা তারে বলে
তিনি যা- ই করেন দান
কর্ম সে- ই বল-এ।


করণ কিন্তু দয়ালু সদা
সে দান করেই যান
যাদেরকে করেন দান তারাই
হোন যে সম্প্রদান।


ধনী কোথা থেকে সম্পদ
দান করেন নিত্য
অপাদান তাই হয় সে জানি
কাঁদে তবু চিত্য।


সময় যিনি ঠিক করেন ভাই
তিনিই অধিকরণ
স্বল্প এই কাহিনীর সাথে
কারক হলো বর্ণন।