আনিস সাহেব বস্তা ভরে করছে বাজার সস্তা
রহিম সাহেব তাই দেখিয়া শুধু শুধুই পস্তা।
বড় ইলিশ রই কাতলা কিনছে দামী সবজি
আয়েশ করে পেটটা ভরে ডুবিয়ে খায় কব্জি।


রং বেরঙের শাড়ি পরে আনিসের বউ সুরমা
মাছের কাড়ি, মাংসের সাথে রাঁধে পোলাউ কোরমা।
রহিম সাহেব খালি হাতে বাজার করে মূলা
রাগ করিয়া খায় না ভাত কান্দে বসে পোলা।


পাশের ঘরের বাজার দেখে রহিমের বউ কয়
ওরা এতো বাজার  করে তুমি কেনো নয়?
রহিম সাহেব হাসতে হাসতে বউকে ডেকে বলে
তুমি অনেক ভালো মানুষ লোভ করলে কি চলে?