অভিমানী মান করেছে
বলছে না যে  কথা
দিবারাতি ডেকে ডেকে
পেলাম যে তাই ব্যথা।


মন বুঝে না মনের পাখি
হঠাৎ যায় গো উড়ে
মনের দুখে ডেকে আমার
প্রাণটা যায় যে মরে।


দিনকে দিন বুকেরই তলে
পুষে তারে রাখি
অবুঝ আমার সোনার ময়না
তাই তো তারে ডাকি।


মান করো না ওগো পরান
এসো না গো ফিরে
বেঁচে আছি এই যে আমি
তোমার প্রেম কে ঘিরে।


তোমার আশায় জেগে থাকি
রাত দুপুরে ঐ
এ ডাল ও ডাল ঘুরে বেড়াই
তুমি রইলা কই?