কাছের মানুষ থাকলে দূরে
কাঁদে মনোপ্রাণ
স্বপ্ন হীনা দু-চোখ যেনো
কেঁদে বুক ভাসান।।


আর কতো কাল থাকবে দূরে
লাল সূর্যটার মতো
মনের কপাট খুলে দেখো
ভালোবাসি কতো!
আয় রে সখা মন পিঞ্জরে
গাই হৃদয়ের গান।।


দু'হাত পেতে নাও না প্রিয়  
হৃদয়ে দাও ঠাঁই
এই জগতে তুমি ছাড়া
আপন কেহ নাই
এক জনমে ভালোবেসে
উজার করি প্রাণ।।


জমানো সব দুঃখগুলো
করে হাহাকার
না থাকিলে পৃথিবীতে
হইবে বলো কার
চাতক পাখির মতো করে
কাঁদে এই পরাণ।।