হঠাৎ করেই চলে গেলে
না ফেরার দেশে
থমকে গেলো ফেনিল আকাশ
দুঃখেরই আবেশে।


কেমন করে কাঁদবে মায়ে
কাঁদবে ষোড়শী
ধরণিতে তারই কাছে
আপন ছিলে বেশি।


ধূলো পড়া কতো স্মৃতি
কাঁদছে হুঁ হুঁ করে
না ফেরার গান শুনালে ভাই
যখন গেলে মরে।